ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৩০০ টি পরিবারের মাঝে বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২ টায় ২০২৩-২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুধু মিয়ার সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় তিন হাজার ৩০০টি পরিবারে মধ্যে শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল তুলে দেন।
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষেরা যেন ভালো করে ঈদ করতে পারে সেজন্য ঈদ উপহার হিসেবে প্রতিটি ঈদের আগে ভিজিএফ চাল দিচ্ছেন। এটা মানবিক উদ্যোগ। তিনি আরও বলেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই জনগণের। তাই জনগনের স্বার্থ রক্ষায় সবাইকে নিস্বার্থভাবে কাজ করলে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন মানুষের সেবা করার সুযোগ পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: মহসীন আহমেদ, ইউপি সদস্য মো: নুরুল আমিন, মো: মানিক মিয়া, মো: লিমন মিয়া, মো: দুধু মিয়া, পিয়াস দাশ, মারুফ আহমেদ, মো; শাহাজান মিয়া, মো: লিটন আহমেদ এবং নারী ইউপি সদস্য ফিরোজা বেগম, রিনা বেগম ও মালেকা বেগম।