স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় এক সিনিয়র সহকারি জজের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
পুরান মুন্সেফীর এলাকার বাসিন্দা সাইফুর রহমান সিনিয়র সহকারি জজ হিসেবে কুমিল্লায় কর্মরত রয়েছেন। বাসায় তার মা থাকেন।
শুক্রবার রাত তারাবির নামাজ পড়ে সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানসহ অন্যান্যরা ঘুমিয়ে থাকেন। রাত প্রায় সাড়ে ১১টার দিকে বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে। বাসায় সিসি ক্যামেরা থাকায় চোর ক্যামেরা গুলো ভেঙ্গে ফেলে এবং বাহির দিয়ে বাসার দরজা লক দিয়ে রাখে। পরে তছনছ করে ১০ ভরি স্বর্ণলংকারসহ নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। রাত ১২টার দিকে জজ সাইফুর রহমানের মা বিষয়টি আচঁ করতে পেরে আত্মীয় স্বজনকে এ বিষয়টি অবগত করেন।
পরবর্তীতে তারা এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানের চাচাত মকবুল আহমেদ মুকুল।