শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি::
বানিয়াচংয়ে ২৩-২৪ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সকাল এগারোটার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ জন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীকে ১০২০০০ টাকার বৃত্তির চেক ও ২ জন শিক্ষার্থীর মাঝে দুইটি বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু আহমদ ছিদ্দিকী এনডিবি, বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবজিৎ সিংহ বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), পলাশ রঞ্জন দে (অতিরিক্ত) পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব,
এসময় উপস্থিত ছিলেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভাণু চন্দ্র চন্দ, এডভোকেট মোঃ আসাদুজ্জামান খাঁন তুহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সে জন্য শিক্ষা বৃত্তি চালু করেছেন। সন্তানরা যেনো সহজে স্কুল কলেজে যেতে পারে সেজন্য বাইসাইকেল প্রদান করেছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।