Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটবিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:::

মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ শে মার্চ) পৌর এলাকায় জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়াহ বিশ্বনাথ মাদ্রাসায় অনুষ্ঠিত এ ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ফান্ড রাইজিং এডভাইজার রুহেল মিয়া।

শাহ সাইদুর রহমান, মোহাম্মদ দিলোয়ার হুসেন, একেএম তুহেম,মাওলানা এম মুখতার হোসেন ও সেজু মিয়ার যৌথ সঞ্চালনায় বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়্যাহ বিশ্বনাথ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস হযরত মাওলানা নুরুল হক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক কারী ইয়াকুব আলী,জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন। বক্তব্য রাখেন, হাফিজ শাহ সাইদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মুফতি সাহেদ আহমদ,মুক্তার হোসেন, মাওলানা শহীদুর রহমানসহ উপজেলা রসম্মানিত আলেম উলামা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সংগঠনের ট্রাস্টিগন।

উক্ত ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বিশ্বনাথ মাদানীয়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল হালিম( ১০,০০০ টাকা), দ্বিতীয় শেখ হাবিবুল্লাহ দাখিল মাদ্রাসার ছাত্র শেখ মুহাম্মদ নাদিম ( ৮০০০ টাকা),তৃতীয় জামেয়া মাদানীয়া মাদ্রাসার শুয়াইব আহমদ (৬০০০টাকা), চতুর্থ ইয়াছিন আহমদ (৪০০০ টাকা), ৫ম ইমরান খান জামি (১০০০ টাকা,) ৬ষ্ট আরসাদ আহমদ সাফি (১০০০ টাকা), ৭ম তোফায়েল আহমদ (১০০০টাকা) ৮ম মাসহুদ আহমদ (১০০০ টাকা), ৯ম মারুফ আহমদ (১০০০ টাকা), ১০ম এমদাদুর রহমান (১০০০ টাকা)। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

উক্ত ক্বেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা ক্বারী ইয়াকুব আলী, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,হাফিজ মাওলানা ফয়জুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments