Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সভা

মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সভা

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব।বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল,নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান প্রমুখ।পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বাস্তবায়ন সংক্রান্ত সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করো হয়। এছাড়াও বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম ও পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ছিল এবং তা ২০২৩ সালে গেজেট আকারে প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলায় বাগান, শ্রমিক আছে সকল শ্রেণি পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করে লক্ষ্যে পৌঁছাতে হবে।

স্থানীয় সাংবাদিক বৃন্দকে এই বিষয় প্রচার প্রচারণা করারও আহবান জানানো হয় সভা থেকে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা জুম অ্যাপস মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটির সভায় সংযুক্ত হন এবং পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ গুলো উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments