সুনামগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন ধরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রায়ই তালা বন্ধ থাকে সুনামগঞ্জের শাল্লায়। এতে করে প্রতিদিন অফিসে আশা লোকজন বিড়ম্বনায় পরতে হয়। এমন গুরুত্বপূর্ণ অফিস দিনের পর দিন বন্ধ থাকার ফলে গর্ভবতী মহিলাদের যাবতীয় কাজ বন্ধ হয়ে আছে।
২৪ মার্চ রবিবার বেলা ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারী শূন্য এই অফিস।
অফিসে দরজায় সাদা কাগজে লেখা আছে, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। কিন্তু কর্মকর্তা-কর্মচারী কাউকে দেখতে পাওয়া যায়নি ,দরজায় ঝুলানো তালা।
এসময় এই অফিসে সেবা নিতে আশা এক মহিলা সাথে কথা বলে জানা যায় ওনি আজকে পযর্ন্ত বেশ কয়েক বার এসে ও কাউকে পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। যত বার অফিসে আসি, এসে দেখি অফিস বন্ধ। ফলে আমরা ভোগান্তিতে পড়েছি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ জে এম রেজাউল আলম সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় সরকার যদি শাল্লা উপজেলায় কোন কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ না দেয় তাহলে আমার করার কিছু নেই।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জিসান বলেন, আমার জানা মতে এ উপজেলায় দীর্ঘ দিন ধরে মহিলা বিষয়ক কর্মকর্তার পদ শূন্য রয়েছে।এইবিষয়টি নিয়ে জেলা সমন্বয় সভায় উপস্থাপন করেছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে।