Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটসিলেটে রাতভর বৃষ্টি, তৃতীয় দিনে খেলা গড়ানোর সম্ভাবনা কেমন?

সিলেটে রাতভর বৃষ্টি, তৃতীয় দিনে খেলা গড়ানোর সম্ভাবনা কেমন?

 

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে সকাল ১০টায়। তার আগে দুই দিনের খেলায় লঙ্কানদের ওপর খুব একটা প্রভাব বিস্তার করা হয়নি টাইগারদের। দুই দিনের খেলা শেষেই সফরকারীরা এগিয়ে আছে ২১১ রানের ব্যবধানে। আজ ম্যাচের তৃতীয় দিনে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস দ্রুত শেষ করার দিকেই নজর থাকবে বাংলাদেশের।

 

 

কিন্তু দিনের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন। গত দুইএকদিন থেকেই সিলেটের আবহাওয়ায় ছিল বৃষ্টির আভাস। মেঘ দেখা গিয়েছিল সারাদিনই। বাতাসের বেগ থাকায় বোলাররাও সুবিধা পেয়েছেন দারুণ। তৃতীয় দিনের শুরুতে বোলিংয়ে থাকা বাংলাদেশ তাই কিছুটা হলেও স্বপ্ন দেখতে পারে।

 

 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই অবশ্য হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ (রোববার) সারাদিনই সিলেটের আকাশে মেঘের উপস্থিতি থাকবে। এছাড়া সিলেটের দুই-এক জায়গায় বৃষ্টি দেখা যেতে পারে।

 

এদিকে বিবিসির আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে, সিলেটে আজ সকালেই বৃষ্টি দেখা যেতে পারে। দুপুর ১২টার আগে পর্যন্ত বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে, দুপুর একটার পর থেকে কিছুটা রোদের দেখা মিলতে পারে।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে এখন পর্যন্ত অবশ্য এমন বোলিং সহায়ক আবহাওয়া প্রত্যাশাই করবে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ২১১ রানে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান জমা করেছে তারা। ক্রিজে আছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা এবং বিশ্ব ফার্নান্দো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments