Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটসোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ৩০বছর পূর্তি পুনর্মিলনীর লোগো উম্মোচন

সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ৩০বছর পূর্তি পুনর্মিলনীর লোগো উম্মোচন

মতিউর রহমান দুলাল,(গোয়াইনঘাট প্রতিনিধি):::

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৩০বছর পূর্তি পুনর্মিলনী ২০২৪ এর লোগো, শিরোনাম উম্মোচন ও সদস্য নিবন্ধনের শুভ উদ্বোধন সূচনা হয়েছে।

শনিবার (২৩মার্চ) সকাল ১১টায় স্কুলের হলরুমে ৩০বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের নির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী শিক্ষক নূরুল হক, এসএমসির সভাপতি আনোয়ার হোসেন, সদস্য সামস্ উদ্দিন আল আজাদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন, সহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুথ চক্রবর্তী, সামছুল হক, অলিউডর রহমান, এছাড়া ১৯৯৯ সাল থেকে ২০২৩ সালের সর্বমোট ২৪টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশ বিশেষ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত অতিথিগন ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের লোগো উম্মোচন করে, বিদ্যালয় মাঠে গিয়ে আকাশে বেলুন উড়িয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উল্লেখ্য লোগো উম্মোচন অনুষ্ঠানের স্পনসরের দ্বায়িত্ব পালন করেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০১১ সালের শিক্ষার্থীবৃন্দ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments