শাহ সুমন, বানিয়াচং::
উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলার কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, স্হানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। দুপুর বারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিলুফা সুলতানা, সভায় উপজেলার শিক্ষা উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার রাখা, দাঙ্গা হাঙ্গামা রোধ প্রতিরোধ গড়ে তোলা, এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা,রেজাউন উল্লাহ , সমবায় সমিতি কর্মকর্তা, ইকবাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিস একডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন) মিয়া,আতাউর রহমান আনসার ও ভিডিপি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা মোঃ হাসান মন্জিল, চেয়ারম্যান, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ, মনজু কুমার দাস,
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া, আশিকুর ইসলাম, জীবন আহমেদ লিটন, এডভোকেট মোঃ আসাদুজ্জামান খাঁন তুহিন, প্রমূখ।