Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সমর্থকদের জন্য সুখবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সমর্থকদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক:

 

রাত পোহালেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত সিরিজ শুরু করবে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের প্রেক্ষাপটে সিরিজটির মাহাত্ম্য অনেক। যে কারণে বিসিবির তরফেও আন্তরিকতার অন্ত নেই।

 

নারী ক্রিকেট হলেও অস্ট্রেলিয়া নারী দলের সফর বাংলাদেশের জন্য বড় ঘটনা। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেটের পরম শক্তিধররা। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠ অ্যালিসা হিলিদের পদাচরণায় মুখর।

 

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তবে দ্বিপাক্ষিক সিরিজটি টেলিভিশন পর্দায় দেখা যাচ্ছে না এমনটাই আভাস মিলছিল। যদিও শেষ মুহূর্তে বিসিবি নিশ্চিত করেছে, দেশের স্পোর্টসভিত্তিক বেসরকারি চ্যানেল টি স্পোর্টসে উপভোগ করা যাবে ম্যাচগুলো। এছাড়া বিসিবির ডিজিটাল প্লাটফর্মেও (ইউটিউব চ্যানেলে) খেলা দেখার সুযোগতো থাকছেই।

 

অজি মেয়েদের ট্যুরটি নিয়ে এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকি সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেওয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি।

 

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়। ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments