সুনামগঞ্জ প্রতিনিধি:::
সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায় বাড়ির সীমানা কে কেন্দ্র করে সোমবার (১১ মার্চ) সকালে দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনায় কান্দিগাঁও গ্রামের আটককৃত ৩৩ জন কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মিজানুর রহমান জানান।
জানা যায় কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে দীর্ঘ দিন যাবত বাড়ির সীমানা নিয়ে মতবিরোধ ছিল। ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ বাঁধে । এতে ৪ পুলিশ সদস্যসহ ৫২ জন আহত হয় । এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়েছে ।
সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি করতে বাদ্য হয়। এঘটনায় পুলিশ ৩৩ জনকে আটক করে। আজ মঙ্গলবার তাদের কে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আমাদের পুলিশ সদস্য ৪ জন আহত। সংঘর্ষ থামাতে ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আটককৃত ৩৩ জনকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। আভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।