শাহ সুমন বানিয়াচং::
নানা কর্মসূচির মধ্য দিয়ে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মাট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন অগ্নি নির্বাপন মহরা ও ভূমিকম্পের ও সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।
সভায় বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশ প্রজেক্ট সুপার ভাইজার, মিঠুন আন্তনী দিও। ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া , বীর মুক্তিযোদ্ধা আমীর খান,জীবন আহমেদ লিটন, প্রমূখ । এসময় উপস্থিত ছিলেন, একে এম হাদী, সাংবাদিক, শেখ নুরুল ইসলাম, ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।