নারী
শাহজালাল সুজন
ঢাকা-গাজীপুর।
নারী হলো শ্রদ্ধা ভক্তির
অমূল্য এক ধন,
প্রেম পরশে আগলে রেখে
মায়ায় বাঁধে মন।
কৌশলে রয় সৃষ্টি প্রভুর
ভিন্ন নারীর মান,
চেয়ে দেখো দিব্যজ্ঞানে
উঁচুতে তার শান।
কেউবা ভগ্নী কেউবা মাতা
কতো রূপে হয়,
চোখের দৃষ্টি সামলে রেখে
করো প্রভুর ভয়।
কেন করে মনের ভেতর
কাম ক্রোধ লোভ বাস,
হুঁশের ঘরে ত্রি-নয়নে
অসুর করো নাশ।
নারী হলো সাধন ভজন
ত্রিবেণীর ওই ঘাট,
পুরুষ জীবন নারী বিনে
যেনো শুষ্ক কাঠ।