Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি:::

গোলাপগঞ্জের ভাদেশ্বরে ব্যবসায়ী জুয়েল আহমদের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় ভাদেশ্বর মোকামবাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাদেশ্বর এলাকার বিশিষ্ট মুরুব্বি মজনু রহমানের সভাপতিত্বে ও আবু জাফর সাদির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনিসুজ্জামান পাপলু, আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, ইউপি সদস্য কায়েল আহমদ, তাহের উদ্দিন মাস্টার, ব্যবসায়ী জুয়েল আহমদের বড় ভাই মাস্টার রুমেল আহমদ।

এসময় বক্তারা বলেন, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল জাতীয় সেবা ৯৯৯ এ পুলিশকে কল দিয়ে জানায় যে ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের জুয়েল আহমদের বাড়িতে অস্ত্র রয়েছে। এর পরিপেক্ষিতে পুলিশ বাড়িতে এসে বলে বাড়িতে নাকি অস্ত্র রয়েছে এজন্য তারা অনুসন্ধান চালাবে। এসময় জুয়েল বলে আপনারা দেখেন কিছু আছে কিনা। এসময় জানালা পাশে একটি শপিং ব্যাগে দেখতে পায় পুলিশ। এই শপিং ব্যাগে একটি পুরাতন পিস্তল পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে পিস্তলটি এতই পুরাতন যে এর ভিতরে গুলি লাগাবার মত অবস্থা নেই।

বক্তারা বলেন, যে ৯৯৯ এ কল দিয়েছিল সে কিভাবে জানলো এই জায়গায় এটা রাখা। এতেই বুঝা যায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ী জুয়েলকে ফাঁসানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রে জড়িতদের শাস্তি দাবি করছি। সেই সাথে আমরা নিরপরাধ জুয়েলের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বক্তারা আরও বলেন, প্রশাসনও আমাদের আশ্বাস করেছিলেন জুয়েলের পরিবারিকে সহযোগিতা করে এর সত্য উদঘাটন করবেন। কিন্তু পরবর্তী মতে মামলার চার্জশীটে জুয়েলকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

মানবন্ধনে উপস্থিত ছিলেন মাস্টার জামিল আহমদ, তৌফিকুল ইসলাম,নোমান খান, আব্দুর রাজ্জাক মাস্টার, বণিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ব্যবসায়ী আনা মিয়া,মনোয়ার আহমদ, তরুণ সমাজকর্মী শাহিন আহমদ সহ কয়েক শতাধিক এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments