Saturday, November 23, 2024
Homeঅপরাধসুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে অবৈধ ট্রলি গাড়িতে অতিষ্ঠ জনজীবন; বাড়ছে দূর্ঘটনা 

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে অবৈধ ট্রলি গাড়িতে অতিষ্ঠ জনজীবন; বাড়ছে দূর্ঘটনা 

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়

দৈত্যাকৃতির দানব ট্রলি ট্রাক্টরের (মাটি পরিবহনের গাড়ি) উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দাপিয়ে চলছে এসব বাহন। অপরিকল্পিতভাবে তৈরি এসব গাড়ির কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গিয়ে বাড়ছে জনদুর্ভোগ। অতিদ্রুত এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।

 

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশ্বম্ভরপুর উপজেলাটি মূলত যাদুকাটা নদী সহ ছোট-বড় নদী-খালবেশিষ্ট এলাকা। এখনো অধিকাংশ সড়ক কাঁচা বা আধা পাকাকরণ হয়েছে। ফলে মানুষকে উপজেলা হয়ে সুনামগঞ্জ জেলা শহরে যেতে ব্যাপক বেগ পেতে হয়। কোথাও মোটরসাইকেল, ভ্যান, কোথাও টেম্পো বা সিএনজি অথবা ব্যাটারিচালিত অটোরিকশাই একমাত্র পরিবহন।

 

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলায় অন্তত ৩৫০ থেকে ৪০০টি এ ধরনের ট্রলি ট্রাক্টর রয়েছে। অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে চালানোর কারনে ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের ব্যবসায়ি মাওলানা জহুর উদ্দিন বলেন, ‘এই দানব আকৃতির যান রাস্তায় চলাচলের সময় রাস্তা কাঁপতে থাকে। পাকা রাস্তার বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির ট্রলি গাড়ি।’ আজ দুপুরের দিকে একটি ট্রলি শক্তিয়ারখলা বাজারের একটি দোকানের সাটার ভেঙ্গে দোকানের ঢুকে পরে এতে করে বাজারের ব্যবসায়ি সহ সকল মানুষ আতংকিত।

 

বাদাঘাট (দঃ) ইউনিয়নের শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামিলীগ নেতা মোঃ জামাল হোসেন বলেন, ‘এই ট্রলি ট্রাক্টর দিয়ে সাধারণত মাটি পরিবহন বেশি করা হয়ে থাকে। গাড়ির মালিকরা বেশির ভাগই প্রভাবশালী। তাই তাদের নিষেধ করলেও মানে না।’

 

শফিকুল নামে একজন ট্রলির চালক বলেন, ‘আমি বেতনভুক্ত চালক। আমার নিজের গাড়ি নেই, কোনো রেজিস্ট্রেশনও নেই। মানুষ তাদের মাটি, গাছসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ার জন্য আমাদের কাছে আসে। আমরা টাকার বিনিময়ে তাদের কাজ করে দিই।’

 

উপজেলা প্রকৌশলী মোঃ মকলেছুর রহমান সরদার বলেন, ‘এ ধরনের অনুমোদনহীন যানবাহন গ্রামীণ সড়ক অবকাঠামোর জন্য খুবই ক্ষতিকর। স্থানীয়ভাবে যারা মাটির ব্যবসা করে তারাই মূলত এসব যানবাহন ব্যবহার করে থাকে।

অথবা ক্ষমতাশীন প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকেই এ কাজ করে যাচ্ছে। আমরা উপজেলা প্রশাসন এ ধরনের যানবাহন সীমিত করা বা চলাচলে নিয়ন্ত্রণ আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে।’

 

সুনামগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ধরনের যানবাহনের কোনো রোড পারমিট নেই। চালকরাও অনভিজ্ঞ এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে এদের গাড়িগুলো জব্দ করে জরিমানা করে থাকি।’

 

ইউএনও মফিজুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা মিটিংয়ে এইব্যপারে আমরা সিদ্ধান্ত নেব ও জোড়ালো পদক্ষেপ গ্রহণ করবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments