সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া বাজার সংলগ্ন আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী এবং মহান স্বাধিনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে আননুর মডেল একাডেমির সংলগ্ন মাঠে মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আননুর মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর’র উপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু বলেন, ছাত্র-ছাত্রীদেরকে পড়া লেখার পাশাপাশি খেলা ধুলায়ও আরো মনোনিবেশ হতে হবে এবং মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করতে হবে, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত।
আননুর মডেল একাডেমি দোয়ারাবাজারের অন্যতম মডেল একাডেমি হিসেবে পরিচিতি লাভ করেছে। আননুর মডেল একাডেমির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলী উছমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সমতা কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, দোহালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, বিশিষ্ট সমাজসেবী হাজী আয়াজ আলী, বিশিষ্ট সমাজসেবী হাজী আনোয়ার হোসে মিস্টার, প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ, ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফয়জুর রহমান, বাবু সুজিত দেবনাথ, মানিক মিয়া, আমির হোসেন, ইসমাইল হোসেন, ফাহাদ আহমেদ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে কোরআন তেলায়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র এহসানুল হক জুনেদ।
স্বাগত বক্তব্য রাখেন ফাইজা আক্তার লিজা। অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দেওয়ান তানভীর আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ।