Saturday, November 9, 2024
Homeলিড সংবাদসিলেট সিভিল সার্জন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্য মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি:

 

 

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

 

 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বিএমএ এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. নূরে আলম শামিম, পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মাজহারুল হক চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তসহ সিভিল সার্জন কার্যালয়, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, কুষ্ঠ হাসপাতাল, খাদিমপাড়া হাসপাতাল, সিনিয়র শিক্ষা স্বাস্থ্য অফিসার সুজন বণিক, বক্ষব্যাধি ক্লিনিকসহ সিলেট জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

পরে আয়োজিত সিভিল সার্জন অফিসে আয়োজিত আলোচনা সভায় ডা. সামন্ত লাল সেন বলেন, আমি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) উপস্থিত ছিলাম এবং আমি তখন মেডিকেলে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম।

 

 

এসময় তিনি চিকিৎসকদের হারানো সম্মান ফিরিয়ে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments