দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি::
দোয়ারা বাজারে সরকারি ভূমি দখল নিয়ে দুই সবজি ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। ওইদিন রাতেই দোয়ারাবাজার থানা দুই পক্ষেই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজারে সরকারি ভূমির জায়গা দখল নিয়ে বরইউড়ি গ্রামের খুর্শিদ মিয়ার পুত্র আব্দুর রহমান ও একই ইউনিয়নের কুশিউরা গ্রামের মৃত রহমত আলীর পুত্র বিল্লাল মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
বুধবার বিকেলে আহত ব্যবসায়ী আব্দুর রহমান বলেছেন, দীর্ঘদিন থেকে বাংলাবাজার মসজিদ মার্কেটে ব্যবসা করে আসছি। বিল্লাল মিয়া আমাকে ব্যবসা করতে নানাভাবে ব্যাঘাত সৃষ্টি করে থাকেন। সরকারি ভূমিতে ব্যবসা করে আসলেও তিনি দাবি করেন এই জায়গা তার। মঙ্গলবার আমাকে টমেটো দেওয়ার কথা থাকলেও তিনি আমার টমেটো বিক্রি করে দেন।
আমি এ ঘটনা জানতে গেলে তিনি ও তার পুত্রেরা আগে থেকে ওতপেতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে প্রাণে মারতে আমার উপর হামলে পড়ে এবং আমাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখমি করে ফেলেন। এসময় বিল্লাল মিয়া ও তার সহযোগিরা আমার ক্যাশে থাকা ২৫ হাজার টাকা এবং মানিব্যাগে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি এর বিচার চাই।
বিল্লাল মিয়ার পুত্র বলেন, আব্দুর রহমান একজন উশৃংখল মানুষ। সে আমার বাবাকে বেধড়ক মারধর আহত করে এবং দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, রাতে দুই সবজি ব্যবসায়ীর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দুই পক্ষই অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।