Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটতোয়াকুল মাদ্রাসার উদ্যোগে রমজানে কর্মমূখী ট্রেনিং ও বিশেষ শিক্ষা কোর্স চালু

তোয়াকুল মাদ্রাসার উদ্যোগে রমজানে কর্মমূখী ট্রেনিং ও বিশেষ শিক্ষা কোর্স চালু

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসা এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ট্রেডে কর্মমূখী ট্রেনিং ও ধর্মীয় বিশেষ শিক্ষা কোর্স চালু করেছে।

 

১৫ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসার একমাত্র ফেইসবুক আইডি থেকে এক বিঙ্গপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিঙ্গপ্তিতে উল্লেখ্য বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ ও শিক্ষা কোর্সগোলা নির্দেশনাসহ নিম্নোক্ত।

১.

বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স:

অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে ২৫ শাবান থেকে ২৫ রমজান পর্যন্ত মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের জন্য বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু টাইপসহ কম্পিউটার প্রোগ্রামিং, ইন্টারনেট ব্রাউজিং, গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

ভর্তি ফি. ১০০০ টাকা।

 

যারা একসাথে সরফ নাহু ও আদবের কোর্স ও কম্পিউটার কোর্স করবে তাদের জন্য উভয় কোর্স ফি. ১২০০ টাকা।

ভর্তি চলবে ২৬ শাবান পর্যন্ত।

 

২.

ট্রেইলারিং প্রশিক্ষণ কোর্স:

 

যুব উন্নয়নের অধীনে শুধুমাত্র মহিলাদের জন্য, অভিজ্ঞ মহিলা প্রশিক্ষক দ্বারা মহিলা ট্রেইলারিং প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে ২৫ শাবান থেকে ২৫ রমজান পর্যন্ত। মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষার্থী সহ সকল মহিলাদের জন্য কোর্সটি উন্মুক্ত থাকবে। এ কোর্সের ফি- ১০০০ টাকা।

ভর্তি চলবে ২৬ শাবান পর্যন্ত।

 

৩.

কিরাত প্রশিক্ষণ কোর্স:

মুশাহিদিয়া কিরাত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর অধীনে ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত পুরুষ শাখায় আতফাল (শিশু শ্রেণি) থেকে খামিস (পঞ্চম শ্রেণি) পর্যন্ত এবং মহিলা শাখায় সনদ (সর্বোচ্চ শ্রেণী) পর্যন্ত কেরাত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত অভিজ্ঞ কারি সাহেবান দ্বারা পবিত্র কুরআনের সহি শুদ্ধ তেলাওয়াত এবং তাজবিদের নিয়ম কানুন শিক্ষা দেওয়া হবে। মাদরাসা, স্কুল, কলেজসহ যে কোনো প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী প্রশিক্ষণে অংশ নিতে পারবে।

সীমিত ভর্তি ফি. এর মাধ্যমে ১রমজান থেকে ৩ রমজান পর্যন্ত ভর্তি চলবে।

 

৪.

নাহু, সরফ ও আদব প্রশিক্ষণ কোর্স:

শুধুমাত্র মাদরাসা শিক্ষার্থীদের জন্য ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর মাধ্যমে নাহু, সরফ এবং আদবে দুর্বল শিক্ষার্থীদের জন্য ইজরার মাধ্যমে নাহু, সরফ এবং আদবের প্রশিক্ষণ চলবে। যে কোনো মাদরাসার শিক্ষার্থী এ কোর্সে অংশ নিতে পারবে।

 

ক” শাখায় ভর্তি ফি. ৩০০ টাকা

খ” শাখায় ভর্তি ফি. ৪০০ টাকা।

 

কম্পিউটার প্রশিক্ষণ এবং নাহু সরফ এবং আদবের প্রশিক্ষণ একসাথে করতে চাইলে দুটি কোর্সের একত্রে ফি. ১২০০ টাকা।

 

ভর্তি চলবে ১ রমজান পর্যন্ত।

দারস চলবে ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত।

 

৫.

বয়স্ক দ্বীনি শিক্ষা কোর্স:

কোর্সটি সকল জনসাধারণের জন্য। যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা শুদ্ধ কুরআন তেলাওয়াত এবং জীবনঘনিষ্ঠ মালাইল শিক্ষা দেওয়া হবে। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি প্রদান করা হবে।

ভর্তি চলবে ৩ রমজান পর্যন্ত।

 

যে কোনো কোর্সে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য নিন্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

 

01710 262627

01737 074892

01890 046048

 

এবিষয়ে অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুর রহমান’র এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন “আমাদের মেয়েরা যেনো তাদের জামা তৈরিতে পরপুরুষের কাছে যেতে নাহয়, আর কিছু সাপারলেও সেতো তার পরিবারের জামাকাপড় তৈরির চাহিদা মেটাতে সক্ষম হবে ও যুগোপযোগী ভালো প্রযুক্তি গ্রহনের দিক থেকে আমাদের ছাত্ররা যেনো পড়ালেখা করে একেবারে বেকার থাকতে নাহয় চেষ্টা করলে নিজেথেকে যেনো কিছু করতে পারে সেই দিক থেকে আমরা কম্পিউটার কোর্সের ব্যবস্থা করি। আমি বরাবরের মতো এলাকাবাসীর সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি”

 

তোয়াকুল কলেজের প্রভাষক শিব্বির আহমদ’বলেন ” আমরা সচরাচর জানি রমজান মাসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলার উদ্যোগে কোরআন ও কেরাত প্রশিক্ষন হয় কিন্তু আমাদের তোয়াকুল মাদ্রাসা এগুলোসহ আরো বেতিক্রমী ভাবে যুগোপযোগী গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষায় দক্ষমতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে এটা খুবই প্রশংশনীয় আয়োজন, এই উদ্যোগ এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা কমবে বলে আমি মনে করি। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments