Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকের ধাহারগাঁও গ্রামের ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি

ছাতকের ধাহারগাঁও গ্রামের ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি

বিশেষ প্রতিনিধি:

মারা গেছে দুটি গরু।। একটি শেয়াল।। আহত হয়েছেন দুই কিশোর।। তবুও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ!!

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের ধাহারগাঁও গ্রামে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটিতে এ যাবৎ বিদ্যুত সঞ্চালিত হয়ে মারা গেছে দুটি গুরু, একটি শেয়াল ও আহত হয়েছে দুই কিশোর।

ধাহারগাঁও গ্রামবাসীর অভিযোগ বিভিন্ন দপ্তরে বিদ্যুতের খুটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়ে আসলেও ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্ট কতুপক্ষ।

এতে মারত্বক ঝুঁকির মধ্যেও বিদ্যুত ব্যবহার করছেন গ্রামবাসী। যেকোন সময় আরো বড় ধরনের দূর্ঘটনার ঘটার আশংষ্কা রয়েছে।

জানা যায়, গত বছরে ১১ ডিসম্বর খুটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়ে বিদ্যুত বিতরন বিভাগ ছাতক, নির্বাহী প্রকশৌলী, বিদ্যুত বিতরন বিভাগ সিলেট অঞ্চল, প্রধান প্রকৌশলী এবং বিদ্যুত উন্নয়ন বোর্ড ঢাকা, চেয়ারম্যান বরাবর রেজিষ্ট্রি ডাকযোগে আবেদন করা হয়।

গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুত বিতরন বিভাগ ছাতক ও সিলেট অঞ্চল অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ রহস্যজনক কারনে কোন ব্যবস্থা গ্রহন করেননি।

 

এ বিষয়ে ধাহারগাঁও গ্রামের মোহাম্মদ আলী, আব্দুল গণী, শফর আলী, তাজির আলী, শুকুর আলী ও মনশাদ মিয়া বলেন, আমারা বর্তমানে পরিবার পরিজন খুব ঝঁিকর মধ্যে দিনাতিপাত করছি। অবিলম্বে খুটি সংস্কার ও মেরামত করার জন্য উর্দ্ধতম কতৃপক্ষের সু-দৃষ্টি কমানা করছি।

 

এ বিষয়ে বিদ্যুত উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ, বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবু নুয়মান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছাতক অফিসে যোগাযোগ করার জন্য বলেন।

এ বিষয়ে বিদ্যুত বিতরন বিভাগ, ছাতক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের প্রজেক্ট ডিভিশন থেকে বড় বড় কাজগুলো করা হয়। সিলেটের শেখঘাট অফিস রয়েছে। সেখানে যোগাযোগ করার কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments