Sunday, November 24, 2024
Homeআন্তর্জাতিকযে কারণে জায়েদ খানের এ ছবি ভাইরাল

যে কারণে জায়েদ খানের এ ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:::

জায়েদ খান ২০০৮ সালের ঈদে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন । গত এক যুগে ঈদে ছবি আসেনি। আসন্ন রোজার ঈদে তার ছবি ‘সোনার চর’ মুক্তি পেতে পারে।

বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘সোনার চর’ সিনেমার ট্রেলার প্রকাশ ও পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পায় ট্রেলার ও পোস্টার। ‘সোনার চর’ সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। সিনেমাটি গত মাসে বিনা কর্তনে সেন্সর সনদ পায়।

এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি। গল্পে দেখানো হয়েছে, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ। তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া ছবি হচ্ছে ‘সোনার চর’।

সিনেমার ট্রেলার ও পোস্টার প্রকাশের এ আয়োজনে উপস্থিত ছিলেন জায়েদ খান। তিনি বলেন, ‘সিনেমাটির জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা জানেন কনকনে শীতের মধ্যে তিন দিন কাদার মধ্যে শুটিং করতে হয়েছে। সেই সময় আমার ঠান্ডা লেগেছিল। সেই দৃশ্য আপনারা দেখেছেন। ফেসবুকে ভাইরাল হয়েছিল। এ ছাড়া নদীতে ঝাঁপ দিয়ে প্রায় এক কিলোমিটার সাঁতার কাটতে হয়েছিল। অনেক পরিশ্রম করেছি সিনেমাটির জন্য। আমাদের পরিচালক জাহিদ হোসেন ভাই অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।’

সিনেমায় জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন নবাগত মুখ স্নিগ্ধা। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। সহ-অভিনয়শিল্পীদের উদ্দেশে জায়েদ বলেন, ‘সিনেমায় অভিনয় করেছেন গ্ল্যামার কুইনখ্যাত নায়িকা মৌসুমী আপা, সানী ভাই। জনপ্রিয় মানুষগুলো সিনেমার সঙ্গে রয়েছেন।’

সিনেমাটির ঈদে মুক্তি নিয়ে জায়েদ বলেন, ‘অনেক সিনেমা দেখা যায় ঈদে ঘোষণা দিয়ে মুক্তি পায় না। আমি প্রযোজককে এখনো বলছি, সিনেমাটির মুক্তি যেন না পিছিয়ে যায়। আমরা সিনেমাটির সঙ্গে আছি। প্রযোজকের এই উৎসাহ আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি ‘সোনার চর’ সবার ভালো লাগবে। যে কষ্ট করেছি সিনেমাটি নিয়ে। এবার নিন্দুকদের সমালোচনা অনেকটাই কেটে যাবে। যাঁরা আমার সমালোচনা করেন। কাজ দিয়েই তাঁরা প্রশংসা করবেন। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments