Saturday, November 23, 2024
Homeঅন্যান্যঅর্থনীতিজানুয়ারী মাসের বেতন না পেয়ে বিপাকে দপ্তরিরা

জানুয়ারী মাসের বেতন না পেয়ে বিপাকে দপ্তরিরা

জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ জেলা প্রতিনিধি):::

ফেব্রুয়ারী মাসের ২৬ দিন পেরিয়ে গেলেও মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড পদে চাকুরীরতরা এখনো জানুয়ারী মাসের বেতন পাননি বলে জানা গেছে।

বেতন না পেয়ে পরিবারের খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তারা। মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড জগদীশ মালাকার ও শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড দিপক দেবনাথ জানিয়েছেন, ‘বেতন না পাওয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে চলতে যথেষ্ট বেগ পাচ্ছি।’

জানা গেছে মাধবপুর উপজেলার ১৪৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০ টি বিদ্যালয়ে ২০১৩/১৪ সালে দপ্তরি কাম নাইটগার্ড নিয়োগ দেয় শিক্ষা অফিস।
আউটসোর্সিং কর্মি হিসাবে ব্যাংক হিসাবের মাধ্যমে তাদের বেতন দেওয়া হয়। মাসিক বেতন বাবদ দপ্তরি কাম নাইটগার্ডরা প্রতিমাসে ১৬ হাজার ১৩০ টাকা করে পেয়ে থাকেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পাওয়া বিল শিক্ষা অফিস থেকে হিসাব রক্ষণ অফিসে পাঠানোর পর তাদের নিজেদের একাউন্টে বেতনের টাকা পোস্টিং দিয়ে দেয় হিসাব রক্ষণ অফিস।সচরাচর প্রতিমাসের ৭ তারিখের মধ্যেই বেতনের টাকা পেয়ে যান দপ্তরি কাম নাইটগার্ডরা।কিন্তু জানুয়ারী ২০২৪ এর বেতন পাওয়া নিয়েই দেখা দিয়েছে বিপত্তি।মাসের ২৬ দিন পার হতে চললেও বেতন পাননি তারা।উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান জানান, শিক্ষা অফিস থেকে বিল প্রস্তুত করে হিসাব রক্ষণ অফিসে ফেব্রুয়ারী মাসের প্রথম দিকেই পাঠানো হয়েছে।

মাধবপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসারের দায়িত্বে থাকা লাখাই উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, ‘ সোনালী ব্যাংকে শিক্ষা অফিসের নামে একটি ‘স্টক টেক একাউন্ট’ খোলার জন্য হিসাব রক্ষণ অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে।স্টক টেক একাউন্ট খোলা হলেই ওই একাউন্টে সব দপ্তরি কাম নাইটগার্ড এর বেতনের টাকা পোস্টিং দেওয়া হবে।পরে স্টক টেক একাউন্ট থেকে তাদের যারযার হিসাব নম্বরে টাকা জমা হবে।চিঠি পাওয়ার পরেও শিক্ষা অফিস বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।’

উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments