Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত অতিথি সুনামগঞ্জের আলীনা

ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত অতিথি সুনামগঞ্জের আলীনা

বিশেষ প্রতিনিধি:

ব্রিটেনের রাজা কিং চার্লস-এর বাসভবন বাকিংহাম প‍্যলেসে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ স্কুল শিক্ষার্থী আলীনা সালাম। কিং চার্লস-এর সহধর্মিনী কুইন ক‍্যমিলার আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি বাকিংহাম প‍্যলেসে যাচ্ছে আলীনা।

 

সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। কুইন ক‍্যমিলার হাত থেকে পুরস্কার গ্রহণ করবে আলীনা।

 

আলীনা সালাম যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির জনপ্রিয় সলিসিটর ও কমিউনিটি ব‍্যক্তিত্ব আব্দুস সালাম মোহাম্মদ মাসুম-এর দ্বিতীয় কন্যা। সে কনওয়ে স্কুলের ক্লাস সিক্সের শিক্ষার্থী।

 

 

আলীনার পিতা সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার আদি বাসিন্দা। বতর্মানে তিনি যুক্তরাজ‍্যের বার্মিংহামে স্বপরিবারে বসবাস করে আসছেন।

 

 

আলীনা সালাম জানান, তার স্কুলে বিবিসি একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হওয়ায় কুইন ক‍্যমিলার আমন্ত্রণে সে বাকিংহাম প‍্যলেসে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইতিমধ্যে কুইন ক‍্যমিলার আমন্ত্রণ পত্র তার হাতে এসে পৌঁছেছে।

 

 

মেয়ের সাফল‍্য সম্পর্কে জানতে চাইলে আব্দুস সালাম মোহাম্মদ মাসুম জানান, সন্তানের এই সাফল‍্যে আমরা গর্বিত। আমার মেয়ে কুইনের আমন্ত্রণে রাজার বাড়িতে যাচ্ছে এটি নিশ্চয়ই আমাদের সকলের জন্য গর্বের।

 

তিনি বলেন, শুধু আমাদের পরিবারের জন্য নয় বাংলাদেশী বংশদ্ভূত সন্তান হিসেবে সে আমাদের গোটা কমিউনিটির জন্য সম্মান বয়ে এনেছে। বাকিংহাম প‍্যলেস আমাদের অনেকর জন্য স্বপ্নের জায়গা হলেও এই অল্প বয়সে সে তা অর্জন করতে পেরেছে। তিনি দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments