Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারচা শ্রমিকের সন্তান প্রীতি উড়াং-এর রহস্যজনক মৃত্যুর বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

চা শ্রমিকের সন্তান প্রীতি উড়াং-এর রহস্যজনক মৃত্যুর বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

চা শ্রমিক সন্তান গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে মানববন্ধন অনুষ্টিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউনিয়নের মহিলা সদস্য মিতু রায়, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস-ইন-চার্জ মো. রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কুমার কৈরী, মিরতিংগাসহ বিভিন্ন চা বাগানের কিশোর-কিশোরীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ।

গত ৬ ফেব্রুয়ারী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি আট তলা বিল্ডীং থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। চা বাগানের কিশোরীর এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগানসহ পুরো দেশ দুঃখ প্রকাশ করেছে।

 

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেনএ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

 

তিনি আরও বলেন, “প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।” মানববন্ধনে বক্তারা এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী তোলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments