শাহ সুমন, বানিয়াচং::
হবিগঞ্জের বানিয়াচংয়ে শশুর বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের আঘাতে প্রান গেলো দামান নজরুল ইসলামের। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে আজমিরীগঞ্জ থেকে বেড়াতে আসেন বানিয়াচংয়ের দামান নজরুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শগ্রাম (বড় সড়কে)
এই গ্রামের আলমগীর হোসেন ও মোস্তাক মিয়ার কন্যা নিজুম ও রিমু আক্তারের মারবেল খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াটি এক পর্যায়ে উভয় পক্ষের অবিভাবকগনদের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন দামান নজরুল ইসলাম(৩৫) কে পিছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নেওয়ার পথে তার প্রানহানী ঘটে বলে জানান, হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত নজরুল ইসলাম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত মোনাফ মিয়ার ছেলে।
উল্লেখ্য যে, নিহত নজরুল ইসলাম, আলমগীর হোসেনের বোন জামাতা। তার ২টি সন্তান রয়েছে বলে জানাযায়। তিনি শশুর বাড়িতে বেড়াতে এসে ভালবাসা দিবসের এই দিনে প্রতিপক্ষের আঘাতে প্রান হারিয়েছেন।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাসসহ একদল পুলিশ।
এ ব্যাপারে সর্বশেষ জানতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।