সিলেট প্রতিনিধি::
গত শনিবার সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিক বিপ্লব রায়ের উপর রাতের আঁধারে সন্ত্রাসী হামলার ঘটনা । এই ঘটনায় শাল্লায় থানায় দুজনের নামসহ অজ্ঞাত আরো দুজনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়ের পরপরই অজ্ঞাত আরো দুজনকে সনাক্ত করা হয়েছে। সাংবাদিক বিপ্লব রায়কে হত্যার উদ্দেশ্যে হামলা করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।
এসব হামলাকারীদের মধ্যে একজন মাদক সম্রাট ও অন্যরা এলাকার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রয়েছে। তারা হলেন, উপজেলার গৌরাঙ্গ দাসের ছেলে মাদক সম্রাট হৃদয় দাস, শান্তুনু দাসের ছেলে সন্ত্রাসী ধ্রুব দাস, শিতেশ দাসের ছেলে সন্ত্রাসী সৈকত দাস, ডুমরা গ্রামের আরাধনের ছেলে দোয়েল দাস।
উল্লেখ্য গত ১০ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে১১টায় এ হামলার ঘটনা ঘটে। বিপ্লব চন্দ্র রায় সাংবাদিকতার পাশাপাশি উপজেলা সদরের বিপ্র মেডিকেল হল ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করেন।
ঘটনার দিন ১০ফেব্রুয়ারী সারাদিনের ব্যবসা শেষে প্রতিষ্ঠান বন্ধ করে আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে শাল্লা-দিরাই সড়কে দু’টি মোটর বাইকে এসে ৪জন সন্ত্রাসী সাংবাদিক বিপ্লবের পথরোধ করে বেধরক ভাবে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং তার সাথে থাকা নগদ ৭০হাজার টাকা সমেত
একটি ব্যাগ ছিনিয়ে নেয়।