Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগজগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আরজু মেম্বার

জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে আরজু মেম্বার

জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ জেলা প্রতিনিধি):::

মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আরজু মিয়া মেম্বার। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১ নং প্যানেল মেম্বার হিসাবে আরজু মিয়া পরিষদের অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।

জগদীশপুর ইউনিয়ন পরিষদের সচিবকে লেখা উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৫ ফেব্রুয়ারী তারিখের জগ/ইউপি-২০২৪/০১২ স্মারকের পত্রানুসারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ) ২০০৯ অনুযায়ী জগদীশপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত চেয়ারম্যানের প্যানেল হতে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং ক্রমিকের প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারী জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বিবদমান ২ দলের সংঘর্ষে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খানকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে।বর্কমানে মাসুদ খান জেলা কারাগারে রয়েছেন।

প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ৫ নং ওয়ার্ডের ৮ বারের নির্বাচিত মেম্বার মোঃ আরজু মিয়া, তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments