Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান আ. লীগ নেতা জাবেদ, চষে বেড়াচ্ছেন...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান আ. লীগ নেতা জাবেদ, চষে বেড়াচ্ছেন মাঠ

গোলাপগঞ্জ প্রতিনিধি::::

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস (ইউএসএ)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

এ লক্ষ্যে তিনি উপজেলাজুড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় করছেন মতিবিনিময় ও উঠান বৈঠক। করছেন গণসংযোগ।

আগামী ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে জানতে চাইলে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, “ছাত্ররাজনীতি দিয়ে আমার রাজপথে বিচরণ। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমি আজ সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার রাজনীতির একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে আগামী ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা-সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে গোলাপগঞ্জকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী। আর আমার এই স্বপ্নপূরণে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের স্নেহ, ভালোবাসা ও সমর্থন। আপনারা আমাকে কখনো নিরাশ করেন নি, সবসময় যেভাবে জড়িয়ে রেখেছেন স্নেহ-ভালোবাসার চাদরে, উপজেলা নির্বাচনেও ঠিক সেভাবেই আপনাদের হৃদয়ে ঠাঁই দেবেন এমন বিশ্বাস আমার।

উল্লেখ্য যে, জীবন-জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও এই গোলাপগঞ্জ উপজেলাবাসীর মাটি ও মানুষের টানে তিনি বছরের প্রায় পুরো সময়ই পড়ে থাকেন তার নিজ উপজেলায়। তিনি সর্বদাই চেষ্টা করেন তার নিজ জন্মমাটি গোলাপগঞ্জের মানুষের সুঃখে-দুঃখে পাশে থাকার।

যখনই গোলাপগঞ্জ উপজেলাবাসীর কোন বিপদ-আপদ কিংবা সংকটের খবর পেয়েছেন, তখনই ছুটে গিয়েছেন তাদের কাছে। শতাব্দীর ভয়াবহ দুর্যোগ মহামারি করোনার সময় যখন সারাদেশের সীমিত আয়ের মানুষ মহাসংকটে ছিলেন তখনও তিনি বসে থাকেন নি। তিনি তাহার ব্যাক্তিগত নিজস্ব তহবিলের পাশাপাশি দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, পরিচিতজন ও হৃদয়বানদের কাছ থেকে ফান্ড কালেকশন করে গোলাপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ান। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উনার পক্ষ থেকে খাদ্য ও অর্থ প্রদান করেন। এর ব্যাতিক্রম হয় নি বন্যায়ও। ছুটে গেছেন পানিবন্দী মানুষের দ্বারে দ্বারে। দিন-রাত কাজ করেছেন মানুষের মলিনমুখে এক চিলতে হাসি ফুটাতে।

সুদূর প্রবাসে গিয়েও যাতে গোলাপগঞ্জবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেজন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারী গোলাপগঞ্জের প্রবাসীদের নিয়ে গঠন করেন “গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস, ইউএসএ।”। তিনি এই মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন দাতা সদস্য। বর্তমানে তিনি উক্ত সংগঠনটির কার্যনির্বাহী সদস্য।  উক্ত সংগঠনটির মাধ্যমে তিনি দীর্ঘ প্রায় এক দশক ধরে গোলাপগঞ্জের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments